জিও-র নতুন রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সবচেয়ে কম খরচ হল ১৮৯ টাকা। এর খরচ আগে ছিল ১৫৫ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে।



২০৯ টাকায় বর্তমানে আপনি ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি করে ডেটা পান। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৪৯ টাকা।



২৩৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়, ২৮ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ২৯৯ টাকা।



এখন ২৯৯ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা পান আপনি। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের ৩ জুলাই থেকে দাম হতে চলেছে ৩৪৯ টাকা।



৩৪৯ টাকায় এখন ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৩৯৯ টাকা।



৩৯৯ টাকায় দৈনিক ৩ জিবি ডেটা পাওয়া যায় বর্তমানে, মোট ২৮ দিনের জন্য। এই রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে হতে চলেছে ৪৪৯ টাকা।



বর্তমানে গ্রাহকরা ৪৭৯ টাকার বিনিময়ে ৫৬ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পান। এই প্ল্যানের খরচ বেড়ে হতে চলেছে ৫৭৯ টাকা।



এখন ৫৩৩ টাকায় ৫৬ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা পান গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৬২৯ টাকা।



৩৯৫ টাকায় ৮৪ দিনের জন্য গ্রাহকরা এখন পান ৬ জিবি ডেটা। ৩ জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৪৭৯ টাকা। এছাড়াও এখন ৬৬৬ টাকায় প্রতিদিন ১.৫ জিবি করে ৮৪ দিনের জন্য ডেটা পান ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৭৯৯ টাকা।



বর্তমানে ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পান গ্রাহকরা, মোট ৮৪ দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ৮৫৯ টাকা। এছাড়াও ৯৯৯ টাকায় ৮৪ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা পান ইউজাররা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে ১১৯৯ টাকা।



Thanks for Reading. UP NEXT

গরমেও কীভাবে কমাবেন AC-র বিদ্যুৎ বিল?

View next story