গ্রীষ্মে খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে স্মার্ট ফোন? ফাস্ট চার্জারেও সময় লাগছে পুরো চার্জ হতে?



এই সমস্যা অত্যন্ত সাধারণ। মেনে চলুন সহজ কিছু টিপস। ফোনের ব্যাটারি থাকবে ভাল।



সবসময় 'ফার্স্ট পার্টি' চার্জার অর্থাৎ ডিভাইসের সঙ্গে পাওয়া তার নিজস্ব চার্জার ব্যবহার করা উচিত।



যদি ডিভাইস বেশি গরম হয়ে যায়, তাহলে কিছুক্ষণ তাকে বিশ্রাম দিন। ঠান্ডা হতে দিন।



পুরোপুরি ব্যাটারি শেষ হতে দেবেন না, তার আগেই চার্জে বসান।



প্রয়োজনের অতিরিক্ত চার্জ করবেন না। যদিও এখন তা অনেকটাই সুরক্ষিত।



ডিভাইসে অর্থাৎ আপনার স্মার্টফোনে কোনও ড্যামেজ বা সমস্যা নেই তা নিশ্চিত করতে হবে।



ফোনের কেস বা কভার খুলে রাখলেও তা ডিভাইসকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে।



বাইরে থেকে কোনও বেশি চাপ প্রয়োগ করবেন না ফোনের ওপর।



যদি ফোনে জল লেগে যায়, তাহলে তা অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে তারপর চার্জে বসান।