গ্রীষ্মে খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে স্মার্ট ফোন? ফাস্ট চার্জারেও সময় লাগছে পুরো চার্জ হতে?
ABP Ananda

গ্রীষ্মে খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে স্মার্ট ফোন? ফাস্ট চার্জারেও সময় লাগছে পুরো চার্জ হতে?



এই সমস্যা অত্যন্ত সাধারণ। মেনে চলুন সহজ কিছু টিপস। ফোনের ব্যাটারি থাকবে ভাল।
ABP Ananda

এই সমস্যা অত্যন্ত সাধারণ। মেনে চলুন সহজ কিছু টিপস। ফোনের ব্যাটারি থাকবে ভাল।



সবসময় 'ফার্স্ট পার্টি' চার্জার অর্থাৎ ডিভাইসের সঙ্গে পাওয়া তার নিজস্ব চার্জার ব্যবহার করা উচিত।
ABP Ananda

সবসময় 'ফার্স্ট পার্টি' চার্জার অর্থাৎ ডিভাইসের সঙ্গে পাওয়া তার নিজস্ব চার্জার ব্যবহার করা উচিত।



যদি ডিভাইস বেশি গরম হয়ে যায়, তাহলে কিছুক্ষণ তাকে বিশ্রাম দিন। ঠান্ডা হতে দিন।
ABP Ananda

যদি ডিভাইস বেশি গরম হয়ে যায়, তাহলে কিছুক্ষণ তাকে বিশ্রাম দিন। ঠান্ডা হতে দিন।



ABP Ananda

পুরোপুরি ব্যাটারি শেষ হতে দেবেন না, তার আগেই চার্জে বসান।



ABP Ananda

প্রয়োজনের অতিরিক্ত চার্জ করবেন না। যদিও এখন তা অনেকটাই সুরক্ষিত।



ABP Ananda

ডিভাইসে অর্থাৎ আপনার স্মার্টফোনে কোনও ড্যামেজ বা সমস্যা নেই তা নিশ্চিত করতে হবে।



ABP Ananda

ফোনের কেস বা কভার খুলে রাখলেও তা ডিভাইসকে দ্রুত ঠান্ডা হতে সাহায্য করে।



ABP Ananda

বাইরে থেকে কোনও বেশি চাপ প্রয়োগ করবেন না ফোনের ওপর।



ABP Ananda

যদি ফোনে জল লেগে যায়, তাহলে তা অবশ্যই সম্পূর্ণ শুকিয়ে তারপর চার্জে বসান।