USB চার্জার যত্রতত্র ব্যবহার করেন? সেক্ষেত্রে সাবধান! হালে সরকার সতর্ক করেছে, বিমানবন্দর, ক্যাফে, হোটেল, ব্যাসস্ট্যান্ডের মতো জায়গায় ফোন চার্জ করলে হতে পারে বিপদ। বিজ্ঞপ্তি জারি করে সরকার জানায়, এসবের মাধ্যমে USB চার্জার স্ক্যামে ফাঁসতে পারেন সাধারণ মানুষ। Juice-Jacking নামে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেন সাইবার-হামলাকারীরা। এর মাধ্যমে এই USB চার্জিং পোর্টগুলিকে এমনই করে রাখা হয় যাতে সহজে সাইবার-হামলা চালানো যায়। এই ধরনের পোর্টে চার্জ দিতে গেলে সেই ডিভাইসে ম্যালওয়ার ঢুকিয়ে গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। প্রথমত, যত্রতত্র চার্জিং করতে হলে ডিভাইস অফ করে চার্জ দিন। এতে এই হামলার আশঙ্কা কিছুটা কমতে পারে। ডিভাইস এমন ভাবে 'লক' রাখুন যাতে অপরিচিত কোনও ডিভাইসের সঙ্গে 'পেয়ার' না হতে পারে। ব্যক্তিগত 'পাওয়ার ব্যাঙ্ক' সঙ্গে রাখতে পারলে সবথেকে ভাল। এতে এই আশঙ্কা অনেকখানি কমে। এর পরও সাইবার-হামলা হলে www.cybercrime.gov in বা ১৯৩০-তে ফোন করে রিপোর্ট করুন।