ফুল চার্জের পরেও খোলেননি চার্জার, কী হবে ফোনে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

এখন অনেকেই ফাস্ট চার্জার ব্যবহার করেন।

Published by: ABP Ananda
Image Source: Freepik

এর মাধ্যমে অনেক কম সময়ে ফুল চার্জ হয়ে যায় ফোনে।



কিন্তু অনেকেই চার্জ হওয়ার পরেও প্লাগ থেকে ফোন খুলতে ভুলে যান।



ফুল চার্জের পরেও অনেকক্ষণ চার্জে বসানো থাকে ফোন।



কী সমস্যা হতে পারে জানেন এর ফলে ?



অনেকক্ষণ চার্জে থাকলে ফোনে ব্যাটারি লাইফ কমতে পারে।



এতে ওভারহিটিংয়ের সমস্যাও দেখা দিতে পারে।



ফোনে সবসময় ৮০ শতাংশ চার্জ দিলে ভাল।



সারা রাত ফোন চার্জে দিয়ে রাখবেন না।