ইদানিং কালে ফোনে আড়ি পাতা নিয়ে আতঙ্ক বেড়েছে। হ্যাক হয়ে যাচ্ছে ফোন।



আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে ? কী করে জানবেন?



আপনার সঙ্গে প্রিয় মানুষের কথা, কিংবা অফিসের কনফিডেন্সিয়াল কথা কি শুনছে তৃতীয় কেউ?



বিশেষজ্ঞরা বলছেন, জানতে পারবেন আপনিও। কিছু লক্ষণেই যায় চেনা।



যেমন, কথা বলার সময় এমন কোনও শব্দ কানে আসছে যা অন্য কোথাওকার



ক্যামেরা বা মাইক্রোফোন চালু হয়ে যাচ্ছে নিজে থেকেই, যা আপনি বন্ধ করতে পারছেন না।



আপনার ফোনের ব্যাটারি স্বাভাবিকের চেয়ে দ্রুত নিঃশেষ হচ্ছে ?



আপনি অত ব্যবহার করছেন না, অথচ ডেটাপ্যাক খরচ হয়ে যাচ্ছে হু হু করে।



আপনি অপরিচিত পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট সাইনআপ সম্পর্কে ইমেল পেতে পারেন।