ঘুম থেকে উঠেই ফোনে চোখ ? কী ক্ষতি হচ্ছে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

সকালের মেজাজ আপনার সারা দিনের মানসিক স্থিতি ঠিক করে দেয়।

Image Source: Freepik

ঘুম থেকে ওঠার প্রথম এক ঘণ্টায় সারা দিনের শক্তি সঞ্চয় করে মানুষ।

Image Source: Freepik

বহু মানুষ ঘুম থেকে উঠেই ফোন নিয়ে বসে যান।

Image Source: Freepik

এর মাধ্যমে বহু রোগ-ব্যাধি অগোচরে বাসা বাঁধছে শরীরে।

Image Source: Freepik

শরীরের অনেক ক্ষতিও হয় এই অভ্যাসের কারণে।

Image Source: Freepik

মানসিক অস্বস্তি বাড়তে পারে এর মাধ্যমে।

Image Source: Freepik

মাথা-ঘাড়ে ব্যথা শুরু হতে পারে।

Image Source: Freepik

এমনকী এই অভ্যাস প্রভাব ফেলে শিরদাঁড়ার উপরেও।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik