ব্যবহারের পর ফেলে দেন তেরঙ্গা! অবমাননার আওতায় পড়ে তেরঙ্গা ব্যবহারে রয়েছে নির্দিষ্ট বিধি, মেনে চলা আবশ্যক সুতি, উল, সিল্ক, খাদির পাশাপাশি চলবে পলিয়েস্টারও ২০২১-এ পতাকা তৈরিতে ব্যবহৃত কাপড়ের বিধি শিথিল হয় পতাকার আয়তন যেমনই হোক, হতে হবে আয়তকার জাতী পতাকার দৈর্ঘ্য এবং উচ্চতা ৩:২ অনুপাত রাখা কাম্য সরকারি, বেসরকারি, শিক্ষা ও গণ প্রতিষ্ঠান সবদিন পতাকা তুলতে পারে তবে মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, বলা হয়েছে বিধিতে এখন সূর্যাস্তের পরও তেরঙ্গা উত্তোলন করা সম্ভব সরকারি পদাধিকারীরা গাড়িতে লাগাতে পারেন পতাকা মাটিতে ফেলে দেওয়া যায় না, মাটিতে পুঁতে, পুড়িয়ে দিতে হয়