অবশেষে প্রকাশ্য়ে এল'সব চরিত্ররা' ছবির প্রথম লুক। সম্প্রতি কলকাতায় শেষ হল এই ছবির শ্য়ুটিং। তারপরই লুক প্রকাশ করল ছবির টিম। যেখানে বেশ অন্য়রকম লাগছে প্রায় প্রত্য়েক অভিনেতাকেই। এই ছবিতে কয়েকটি মুখ্য় চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্য়ায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, রানা বসু ঠাকুর এটি একটি স্বল্পদৈর্ঘ্য়ের ছবি। ছবিটির পরিচালনা করছেন দীপ। এটি তাঁর পরিচালনায় তৃতীয় ছবি। এই ছবিতে ঋতব্রত মুখোপাধ্য়ায়ের চরিত্রের নাম কুশল। কুশলের জীবনকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।