Image Source: Pexels, Pixabay

ওজন বাড়লে থাবা বসায় নানা রোগ।

Image Source: Pexels, Pixabay

শরীর ঠিক রাখতে প্রথম থেকেই ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়।

Image Source: Pexels, Pixabay

ওজন নিয়ন্ত্রণে থাকলে দূরে থাকে ডায়াবেটিস, হার্টের অসুখ

Image Source: Pexels, Pixabay

গবেষণায় দাবি, খাওয়ার আগে নির্দিষ্ট পরিমাণে জল খেলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

সকালের খাবারে প্রোটিন বেশি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা।

Image Source: Pexels, Pixabay

ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন পাতে রাখতে হয় ফল।

Image Source: Pexels, Pixabay

ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্রেকফাস্টে রাখা যাবে হোল গ্রেইনও

Image Source: Pexels, Pixabay

প্রতিদিন অল্প করে হাঁটলেও ওজন দ্রুত কমবে।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পোরামর্শস্বরূপ। বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও নিয়ম মেনে চলুন।

Thanks for Reading. UP NEXT

মন খারাপে খেতে পারেন এই খাবারগুলো

View next story