চুল ভাল রাখতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। মানতে হয় বহু নিয়ম বহু নিয়মের মধ্যেই চুল ভাল রাখার জন্য অবশ্য প্রয়োজন তেল বোতলবন্দি তেল অনেকেরই পছন্দ নয়, ভয় থাকে রাসায়নিকেরও তাই বাড়িতেই তৈরি করে নিতে পারেন ওই তেল, কীভাবে? প্রথমে নারকেল তেল অল্প আঁচে গরম করুন। সেখানে আমলকি, মেথি বীজ দিয়ে দিন ঘরে কালোঞ্জি থাকলে সেটাও দিতে পারেন। তারপর বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এরপর আঁচ বন্ধ করে দিন। তারপর সময় নিয়ে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করতে হবে। এবার তাতে জবা ফুলের পাপড়ি দিয়ে দিতে পারেন। এরপর ঢেকে রাখুন অন্তত ২৪ ঘণ্টা এবার ওই তেল ছেঁকে বোতলবন্দি করে ফেলুন। দীর্ঘদিন চলবে। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনে চিকিৎসকের থেকে অবশ্যই পরামর্শ নিন।