Image Source: Pexels

বাচ্চাদের সঙ্গে নিয়ে বেড়াতে গেলে সঙ্গে বেশ কিছু জিনিসপত্র অতি অবশ্যই রাখা প্রয়োজন।

Image Source: Pexels

সবার প্রথমে ব্যাগে রাখুন বাচ্চাদের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র।

Image Source: Pexels

বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার। সেজন্য সঙ্গে রাখুন অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস।

Image Source: Pexels

বাচ্চাদের সময়ে খাওয়ানো অবশ্যই দরকার। বেড়াতে গেলে বাড়ির মতো বাসনপত্র পাওয়া যাবে না। সেক্ষেত্রে নিজের সঙ্গেই রাখুন পাত্র।

Image Source: Pexels

যদি শীতের জায়গায় বাচ্চাকে নিয়ে বেড়াতে যান তাহলে তার জন্য প্রয়োজনীয় শীতের পোশাক সঙ্গে নিতে ভুলবেন না।

Image Source: Pexels

অনেকেই বাচ্চাদের কেরিয়ার বা স্ট্রলারে বসিয়ে বা ঝুলিয়ে নিয়ে যান। তাই সেটাই সঙ্গে নিয়ে যাওয়া ভাল। এক্ষেত্রে মা-বাবার সুবিধা হয়।

Image Source: Pexels

বাচ্চাদের সঙ্গে নিয়ে বেড়াতে গেলে তার জন্য দু-চারটে খেলনা কিন্তু রাখতেই হবে। এক্ষেত্রে সফট টয় রাখা সবচেয়ে ভাল।

Image Source: Pexels

খুব ছোট বাচ্চা হলে তাকে শোয়ানোর জন্য নরম তোয়ালে এবং গায়ে দেওয়ার জন্য নরম কাঁথা জাতীয় জিনিস নিতে পারেন।

Image Source: Pexels

ওষুধপত্রের সঙ্গে রাখুন ফার্স্ট এড কিট। সেখানে তুলো এবং অ্যান্টিব্যাকটেরিয়ার লিকুইড রাখা জরুরি।

Image Source: Pexels

অনেক বাচ্চা অন্ধকারে ঘুমাতে ভয় পায়। তাই সঙ্গে ছোট কোনও আলো রাখতে পারেন।