মুখ ফুটে বলি না হয়ত, মনেই চেপে রাখি আমরা

কিন্তু বার্ধক্য এবং বলিরেখা নিয়ে চিন্তায় ভুগি সকলেই

কিন্তু বলিরেখা নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে প্রচলিত

শুধুই বয়স নয়, বলিরেখা নির্ভর করে জীবনযাপনের উপরও

সূর্যের আলোয় বেশি থাকা, ধূমপান কোলাজেনের ক্ষতিতে আগেই ঘটে আগমন

প্রসাধনীর ব্যবহারে ত্বক নরম হয়, কিন্তু সম্পূর্ণ মোছা যায় না বলিরেখা

ডায়েট মানলে, শরীরচর্চা ও ত্বকের যত্ন নিলে তাড়াতাড়ি ছাপ থাবা বসাতে পারে না

ধূমপানের অভ্যাস থাকলে সময়ের আগে বলিরেখার আবির্ভাব ঘটতে পারে

ত্বকের যত্ন একেবারেই না নিলে, বলিরেখার উদয় হয় সময়ের আগেই

মালিশে মুখ চেপে শুলে, তাড়াতাড়ি ছাপ পড়ে চেহারায়