পিয়ার্সিং করার আগে এবং পরে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পিয়ার্সিং করার আগে যেখান থেকে সেটা করাবেন তার ব্যাপারে ভাল করে খোঁজখবর নিয়ে নিন। পিয়ার্সিং যেসব যন্ত্রাংশ দিয়ে করা হবে, তা ভালভাবে পরিষ্কার করে রাখা প্রয়োজন। যে জায়গায় পিয়ার্সিং করাবেন সেক্ষেত্রে কী কী সমস্যা বা অসুবিধা হতে পারে তা আগে থেকে জেনে রাখা প্রয়োজন। অনেক সময় পিয়ার্সিং করার পর ব্যথা কমে গেলেও ইনফেকশন হওয়ার প্রবণতা থাকে। তাই সতর্ক থাকুন। পিয়ার্সিং করার ক্ষেত্রে কোনও রকম অ্যালার্জি বা সমস্যা থাকলে তা আগেই জানিয়ে রাখা ভাল। পিয়ার্সিংয়ের পর যে অংশে পিয়ার্সিং করাচ্ছেন সেই অংশ ভালভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। যদি পিয়ার্সিং করার পর কোনও ভাবে ব্যথা বা ইনফেকশন হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিয়ার্সিং করার যন্ত্রপাতি এবং যে গয়না পরবেন তা পরিষ্কার রাখুন। পিয়ার্সিং করার পর সেই অংশ ভালভাবে পরিষ্কার না রাখলে ইনফেকশন বাড়বে। তাই সতর্ক থাকুন।