৬ মে আসছে 'থিঙ্কিং অফ হিম'। রবি ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে এই ইন্দো-আর্জেন্টিনিয় ছবি মুক্তি পাবে। আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কের অন্বেষণ এই ছবির মূল বিষয়। ছবির সহ প্রযোজক, পুরস্কার প্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সূরজ কুমার। 'গীতাঞ্জলি'-র ফরাসি অনুবাদ পড়ার পর, ওকাম্পো রবীন্দ্রনাথ ঠাকুরের এক পরম অনুরাগীতে পরিণত হন। ছবিতে রবি ঠাকুরের ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। ওকাম্পোর চরিত্রে আর্জেন্টাইন অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার রয়েছেন। এছাড়া রাইমা সেন, হেক্টর বোর্দোনি রয়েছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন বুয়েনস আইরেসের সিনেমা ইউনিভার্সিটির অধ্যাপক পাবলো সিজার। মাত্র ১৩ বছর বয়সে পরিচালনায় হাতেখড়ি তাঁর। পেরুর স্বাধীনতার শতবর্ষ পালনে যোগ দিতে চলেছিলেন রবি ঠাকুর। ১৯২৪-র ৬ নভেম্বর বিশ্রামের জন্য বুয়েনস আইরেসে থামতে হয়। সেই সময় ওকাম্পো কবির সেবা করেন সুস্থ হয়ে ৩ জানুয়ারি, বুয়েনস আইরেস ছাড়েন কবিগুরু। ভারতেও ছবির শ্যুটিং হয়েছে কিছু। পাবলো সিজার বলেন, 'অনন্যা অভিজ্ঞতা ছিল।' ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'ভিক্টোরিয়া ওকাম্পোর নজরে ও মননে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন, সেই সম্পর্কেই তৈরি হয়েছে ছবিটি।' অভিনেতার কথায় 'তাঁদের আলাপের সময় বয়স ছিল অর্ধেক। কিন্তু সম্পর্কে অন্য কিছু ছিল।'