Volkswagen আগেই পাসাত ও জেট্টার মতো গাড়ি এনেছে ভারতে।

এবার সেই বড় সেডানের জায়গা নিচ্ছে মিড সাইজ সেডান Virtus। যার জন্য SUV-র ক্রেতারাও এই সেডানের দিকে নজর দিচ্ছেন।

Virtus সেডান Taigun-এর মতোই ইন্ডিয়ায় ফক্সওয়াগনের 2.0 MQB A0 IN প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই সেডানে একটি 1.0l TSI ও একটি 1.5l TSI-সহ দুটি ইঞ্জিন অপশন রয়েছে।

ডায়নামিক লাইন ট্রিমে 4,561 এমএম দৈর্ঘ্য রয়েছে গাড়িতে, যা এই শ্রেণিতে সবথেকে বড়।

গ্রিলের টুইন ক্রোম লাইনগুলি ডিআরএল সহ এলইডি হেডল্যাম্পের সাথে যুক্ত হয়েছে গাড়িতে। 16 ইঞ্চির অ্যালয়গুলি স্মার্টভাবে ডিজাইন করেছে কোম্পানি।

পিছনের টেল-ল্যাম্প ও ক্লিন কাট লাইনগুলি এই গাড়িকে আরও প্রিমিয়াম কারে পরিণত করে।

রেয়ার ভিউ ক্যামেরায় আরও ভাল ডিসপ্লে থাকতে পারত। তীব্র গরম থাকা সত্ত্বেও AC খুব দ্রুত কেবিনকে ঠান্ডা করার ক্ষমতা ধরে।

দরজার থাম্প বুঝিয়ে দেয় যাত্রীরা এই গাড়িতে সুরক্ষিত। ডাইনামিক লাইন ডুয়াল টোন লেদার সিট ব্যবহার করা হয়েছে গাড়িতে।

১৭৯ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িকে একটি SUV-র মতো খারাপ রাস্তায় সহজেই যেতে সাহায্য করে।