Image Source: pixabay

শরীর ভাল রাখার জন্য ব্যায়াম, সাঁতারের পাশাপাশি সাহায্য করে দৌড়নো।

Image Source: pixabay

পেশি থেকে হাড়, হৃদযন্ত্র থেকে রক্তচাপ সবকিছুর জন্য উপকারী দৌড়নোর অভ্যাস।

Image Source: pixabay

কিন্তু দৌড়নোর সময় এবং আগে-পরে বেশ কিছু জিনিস খেয়াল রাখা প্রয়োজন।

Image Source: pixabay

নিয়ম না মেলে দৌড়লে উপকারের থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে।

Image Source: pixabay

রোজ দৌড়নোর আগে ওয়ার্ম আপ জরুরি। বেশ কিছুক্ষণ জোরে হেঁটে বা জগিং করে নিতে হবে।

Image Source: pixabay

অল্প ফ্রি-হ্যান্ড এক্সারসাইজও প্রয়োজন, পেশির নমনীয়তা ও অস্থিসন্ধির সচলতার জন্য।

Image Source: pixabay

দৌড়নোর সময় স্টেপিংয়ের ক্ষেত্রে গোড়ালি যেন আগে না পড়ে। পায়ের পাতা ফেলতে হবে। নয়তো চোটের ঝুঁকি থাকে।

Image Source: pixabay

ভুল জুতোর কারণে চোট লাগে। ছেঁড়া জুতো বা দৌড়নোর অনুপোযোগী জুতো পরবেন না।

Image Source: pixabay

পর্যাপ্ত জল খেতে হবে। এই হিসেবে গন্ডগোল হলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য অবশ্যই বিশেষজ্ঞের কথা মেনে চলুন।