শীতের মরশুমে রুক্ষ-শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের চুল অত্যধিক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়।

আর এই রুক্ষ-শুষ্ক চুলের ক্ষেত্রে স্প্লিট এন্ডস অর্থাৎ ডগা ফেটে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায়।

চুলে একবার ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে তা ক্রমশ বাড়তে থাকে। অতএব সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন।

চুলে স্প্লিট এন্ডস অর্থাৎ ডগা ফেটে যাওয়ার সমস্যা কমানোর জন্য সঠিকভাবে যত্ন ও পরিচর্যা দরকার। কী কী করবেন আর কী কী করবেন না, দেখে নিন।

চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিলে শ্যাম্পু করে চুল ধোওয়া কিংবা তেল ম্যাসাজের সময় সতর্ক থাকুন, জোরে ঘষে কিছু করবেন, আলতো হাতে কাজ করুন।

শীতকালে অনেকেই গরমজলে স্নান করেন। চুল ধোওয়ার ক্ষেত্রে গরমজল ব্যবহার না করাই ভাল। ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এড়াতে চাইলে খুব সামান্য গরম জল ব্যবহার করুন।

চুলের ডগা ফেটে যাওয়া অর্থাৎ স্প্লিট এন্ডসের সমস্যা দেখা দিতে চুলের ডগা নিয়মিত সময়ান্তরে ছেটে নেওয়া ভাল। এর ফলে চুল ভাল থাকবে।

ভালভাবে চুলের জট ছাড়িয়ে নেওয়া দরকার। প্রতিদিন ভালভাবে চুল আঁচড়াতে হবে। নাহলে ডগা ফেটে যাওয়ার সমস্যা বাড়বে।

চুলে বাহারি স্টাইল করার জন্য অনেকে বিভিন্ন স্টাইলিং এবং হিটিং টুল ব্যবহার করেন। এর থেকে বাড়তে পারে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা।

চুলে ডগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে মানে চুলে পুষ্টির অভাব হয়েছে। তাই তেল ম্যাসাজ করা প্রয়োজন। হাল্কা হাতে ম্যাসাজ করতে হবে।