একের পর এক ছবি মুক্তির পরে দুবাই সফরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'রাবণ'। এই ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের বুকে সাদা পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তনুশ্রী। খোলা চুল আর হাতের বোহো গয়নায় মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। সমুদ্রের বুকে একটি ইয়টে রোদ পোহানোর ছবি শেয়ার করে নিয়েছেন তনুশ্রী। ছবিতে সাদা ফ্লোরাল পোশাক পরেছিলেন তনুশ্রী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবার কাঞ্চনজঙ্ঘা। মাল্টিস্টারার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তনুশ্রী। আবার কাঞ্চনজঙ্ঘা ছবির শ্যুটিং গোটাটাই হয়েছিল দার্জিলিং-এ দুবাই সফরে তনুশ্রীর সঙ্গী কে, তা নিয়ে অবশ্য রহস্য রয়েছেই।