ত্বকের রোদে পোড়া অংশে টমেটোর রস ম্যাজিকের মতো কাজ করে।



টমেটোর রস আর মধু মিশিয়ে ত্বকে লাগালে উপকার পাবেন।



১ টেবিলচামচ টকদই ও টমেটোর রসের মিশ্রণ
ত্বক উজ্বল করতে সাহায্য করে।


টমেটোর রস আর শসার রসের মিশ্রণ টোনার হিসেবে ব্যবহার করা যায়।



টমেটোর রস, লেবুর রস,মধু মিশিয়ে আইস কিউব বানান।



এই কিউব মুখে মাখলে বলিরেখা দূর হয়।







মুলতানি মাটি ও টমেটোর রস মিশিয়ে লাগালে ব্রণর দাগ দূর হয়।



টমেটো পেস্ট স্ক্যাল্পে লাগালে দূর হবে খুশকি।