গরমে ত্বক পরিচর্চার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ত্বক পরিচর্চায় যেসব উপাদান ব্যবহার করা হয়, তার মধ্যে যোগ করা যেতে পারে গোলাপ। সুগন্ধী ফুল হিসেবে সুনাম রয়েছে গোলাপের। পাশাপাশি এর গুণে দূর হতে পারে একাধিক সমস্যা। ত্বকের উপরিভাগ মসৃণ করে গোলাপ। ত্বক ঊজ্জ্বল করার পাশাপাশি ত্বককে সতেজ, এবং ময়শ্চারাইজ রাখে গোলাপ জল। ত্বক থেকে অতিরিক্ত তেল নির্গমন রোধ করে গোলাপ জল। গোলাপ জলের সঙ্গে লেবু মিশিয়ে মাখলে ব্রণর সমস্যা দূর হয়। এটি মাখার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। আমন্ড, মধু, গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এই প্যাক ত্বক ঊজ্জ্বল করতে সাহায্য করে। তুলো দিয়ে গোলাপ জল রোজ মুখে মাখতে হবে। ত্বক থেকে ধুলো, ময়লা পরিষ্কার হয়। শ্যাম্পুর সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখলে তা কন্ডিশনারের কাজ করে।