বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছরের ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিতে ম্যালেরিয়া দূরীকরণ, আক্রান্তদের কষ্ট লাঘব করা এবং মৃত্যু ঠেকানোর উপায় নিয়ে আলোচনা চলে। যে কারণগুলির জন্য ম্যালেরিয়া হয়, সেগুলি চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০০৭ থেকে প্রতি বছর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলি মিলে এই দিনটি পালন করার উদ্যোগ নেয়। সেই থেকে দিনটি পালন করা হচ্ছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস মশাবাহিত রোগ ম্যালেরিয়া মারাত্মক হলেও, সারানো যায় না এমন নয়। ম্যালেরিয়া আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিই চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। তবে প্রতি বছর যেহেতু বিশ্বের বহু দেশে কয়েক কোটি মানুষ এই রোগে আক্রান্ত হন, সেই কারণে ম্যালেরিয়া দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২০ সালে ৮৫টি দেশে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৬,২৭,০০০ জনের। মৃতদের মধ্যে দুই-তৃতীয়াংশই আফ্রিকার বিভিন্ন দেশের শিশু, যাদের বয়স পাঁচ বছরের কম।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ভারতেও প্রতি বছর অসংখ্য মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হন। এদেশের নাগরিকদের ৯৫ শতাংশই এমন জায়গায় বসবাস করেন, যেখানে ম্যালেরিয়া হওয়ার আশঙ্কা থাকে। পার্বত্য অঞ্চল, আদিবাসী অধ্যুষিত অঞ্চল, দুর্গম অঞ্চলে দেশের ২০ শতাংশ মানুষ থাকেন। সেখানেই দেশের ৮০ শতাংশ ম্যালেরিয়া হচ্ছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ন্যাশনাল হেলথ মিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ন’য়ের দশকের শেষদিকে প্রতি বছর গড়ে ২০ লক্ষ মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হতেন। ২০২০ সালে ম্যালেরিয়া আক্রান্ত হন ১ লক্ষ ২০ হাজার মানুষ। একইভাবে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুর হারও কমেছে। ১৯৯৫ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১,১৫১ জনের। ২০২০ সালে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৯৩ জনের।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ভারতের বিভিন্ন রাজ্য ম্যালেরিয়া দূরীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে। ২০১৭ সালে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলিতে ম্যালেরিয়া দূর করার জন্য বিশেষ প্রকল্পের সূচনা করে ওড়িশা সরকার। প্রতি বছর দু’বার করে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ শিবির, ম্যালেরিয়া পরীক্ষা, বাড়িগুলির মধ্যে মশা দূর করার জন্য বিশেষ রাসায়নিক স্প্রে করার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত রাজ্য গড়ে তোলাই লক্ষ্য। সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস তেলঙ্গানা সরকারের পক্ষ থেকেও ম্যালেরিয়া দূর করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ম্যালেরিয়া দূর করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে তেলঙ্গানা সরকার। দক্ষিণ ভারতের এই রাজ্যে গত কয়েক বছরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস ছত্তীসগঢ় সরকারের পক্ষ থেকে ‘ম্যালেরিয়ামুক্ত বস্তার অভিযান’ প্রকল্পের সূচনা করা হয়েছে ২০২০ সালের জানুয়ারিতে। মাওবাদী অধ্যুষিত এই অঞ্চলে ম্যালেরিয়া দূরীকরণ প্রকল্প সাফল্য পাওয়ার পর ছত্তীসগঢ়ের অন্যান্য অঞ্চলেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ বছর স্বাস্থ্যমন্ত্রক বিশেষ পুরস্কারের জন্য ছত্তীসগঢ়কে বেছে নিয়েছে।
বিশ্ব ম্যালেরিয়া দিবস অন্ধ্রপ্রদেশ সরকার ম্যালেরিয়া দূর করার ক্ষেত্রে দেশের সেরা নির্বাচিত হয়েছে। এ বছর অন্ধ্রে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা মাত্র ১১৭। এই সাফল্যের জন্যই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কারের জন্য অন্ধ্রকে বেছে নেওয়া হয়েছে।