সোমের ছুটের প্রভাব পড়ল মঙ্গলেও। এই নিয়ে টানা চারদিন বুল রান দেখা গেল ভারতীয় শেয়ার বাজারে।


বাজার বিশেষজ্ঞদের ধারণা , এবার কিছুটা কারেকশন মোডে যেতে পারে বাজার।

সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে কিছুটা নামতে পারে নিফটি, সেনসেক্স।

এদিনের ট্রেডিং সেশনে ভারতীয় স্টক মার্কেটে চমক দেখা গিয়েছে । আজ শেয়ারবাজারের সূচক রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

দিনের ট্রেডিং সেশন শেষে BSE সেনসেক্স 383 পয়েন্ট বেড়ে 62,887 পয়েন্টের ঐতিহাসিক উচ্চতা ছুঁয়েছে।

যেখানে NSE নিফটি 116 পয়েন্ট বেড়ে 18,678 পয়েন্টের সর্বকালীন রেকর্ড গড়েছে।

তবে বাজার বন্ধ হওয়ার আগেই সেনসেক্স-নিফটি তার উপরের স্তর থেকে নেমে আসে।

তা সত্ত্বেও প্রথমবারের মতো সেনসেক্স 177 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 62,681-তে বন্ধ হয়েছে নিফটি 55.30 পয়েন্টের লাফ দিয়ে 18618 পয়েন্টে দৌড় থামিয়েছে।

আজ বেড়েছে HINDUNILVR 2,635.95 4.39
JSWSTEEL 731.10 2.16
CIPLA 1,122.10 1.85
HEROMOTOCO 2,832.00 1.74
SUNPHARMA 1,050.50 1.52

আজ কমেছে INDUSINDBK 1,180.00 -1.49
COALINDIA 226.55 -1.44
BAJAJFINSV 1,633.00 -1.20
EICHERMOT 3,410.00 -0.91
POWERGRID 219.50 -0.81