আশাহত করল না বাজার। সোমেই দুরন্ত ছুট দিল ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ।

এদিন সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই ভারতীয় শেয়ার বাজার ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে।

মূলত, রিলায়েন্সের স্টকে বুমের কারণেই অনেকটাই এগিয়ে গিয়েছে মার্কেট।

এই নিয়ে প্রথমবার সেনসেক্স 62,700 ও নিফটি 18,614 স্তরে পৌঁছেছে।

নিফটি 18,614-এর রেকর্ড সর্বোচ্চ ছুঁয়ে 50 পয়েন্ট বেড়ে 18,562.7-তে দৌড় থামিয়েছে।

ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, ইনফ্রা, কমোডিটিস ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ারের দাম বেড়েছে।

BSE সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 15টি লাভের সঙ্গে ও 15টি লোকসানের সঙ্গে থেমেছে। অন্যদিকে, নিফটির 50টি শেয়ারের মধ্যে 27টি শেয়ার লাল দাগে বন্ধ হয়েছে

আজ, বাজারে নেতৃত্ব দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, মার্কেট ক্যাপের নিরিখে ভারতীয় শেয়ারবাজারের বৃহত্তম সংস্থা এই কোম্পানি।

আজ বেড়েছে BPCL 340.80 5.04
RELIANCE 2,706.00 3.38
HERO MOTOCO 2,773.10 2.40
TATA CONSUM 804.00 1.88
SBI LIFE 1,258.00 1.84

আজ কমেছে HINDALCO 431.20 -2.14
APOLLO HOSP 4,720.00 -1.45
JSW STEEL 716.10 -1.39
TATA STEEL 104.90 -1.22
HDFC BANK 1,600.50 -1.06