আর মাত্র কয়েকশো পয়েন্টের অপেক্ষা। তারপরই নতুন মাইলফলক ছোঁবে ভারতীয় শেয়ারবাজার।

বাজার বিশেষজ্ঞরা বলছেন ,চলতি সপ্তাহেই ১৯,০০০ পয়েন্টে চলে যেতে পারে নিফটি।

বুধবারের ট্রেডিং সেশনে আবারও ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় শেয়ারবাজার। BSE সেনসেক্স প্রথমবারের মতো রেকর্ড অঙ্ক 63,000 অতিক্রম করেছে।

নিফটিও দ্রুত গতিতে 19,000-এর দিকে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিপুল স্টক কেনার কারণেই বাজারে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

আজকের লেনদেনের শেষের দিকে সেনসেক্স 418 পয়েন্টের লাফ দিয়ে 63,100 এর রেকর্ড উচ্চতায় বন্ধ হয়েছে।

পাশাপাশি নিফটি 140 পয়েন্ট বেড়ে 18,758 পয়েন্টে দৌড় থামিয়েছে।

এই নিয়ে টানা ৫দিন ভারতীয় বাজারে রেকর্ড উচ্চতা দেখা গেল।

এদনি বাজারে সরকারি ব্যাঙ্কের সূচক ছাড়া বাকি সব খাতের শেয়ারে ব্যাপক লেনদেন দেখা গেছে।

আজ কমেছে

INDUSINDBK 1,168.00 -1.07
SBIN 602.95 -0.92
HCLTECH 1,122.00 -0.62
ITC 340.30 -0.58

আজ বেড়েছে M&M 1,307.95 4.05
HINDALCO 449.85 3.19
GRASIM 1,763.00 2.55
SBILIFE 1,289.05 2.44
ULTRACEMCO 7,080.05 2.18