আশা জাগিয়েও আশঙ্কা রেখে গেল সেনসেক্স-নিফটি। মঙ্গলে বাজারের দুরন্ত গতিও কমাল না চিন্তা।

বিশেষজ্ঞদের ধারণা, ডাও জোনসের গতির প্রভাবেই আজ লাফিয়ে বেড়েছে দালাল স্ট্রিট। তাই বৃহস্পতির বাজারে নজর থাকবে সবার।

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন ছিল। সারা বিশ্বের শেয়ারবাজারে উচ্ছ্বাসের কারণে সকাল থেকেই ভারতীয় শেয়ারবাজারে গতি ছিল।

মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক বিনিয়োগকারীদের স্টক কেনার কারণে দিনের শেষে 1276 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 58,065-তে বন্ধ হয়েছে।

যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 386 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,274 পয়েন্টে দৌড় থামিয়েছে।

এখানে সেনসেক্স 58,000 ও নিফটি 17,000-এর ঘর অতিক্রম করতে সফল হয়েছে। দশমীর উৎসবের কারণে বুধবার স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে।

গতকালের বড় পতনের পর আজ পুঁজিবাজারে দারুণ প্রত্যাবর্তন হয়েছে। আজকের ট্রেডিং সেশনে সব সেক্টরের শেয়ারে দারুণ গতি দেখা গেছে।

ব্যাঙ্ক নিফটি 2.84 শতাংশ অর্থাৎ 1080 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে। নিফটি আইটি সূচক 2.87 শতাংশ, নিফটি এফএমসিজি 1.86 শতাংশ বেড়েছে।

আজ বেড়েছে

INDUSIND BK 1,217.00 5.25
ADANI PORTS 825.30 5.21
BAJ FINANCE 7,480.00 4.30
COAL INDIA 223.70 4.07
TCS 3,097.00 3.75

আজ কমেছে

POWER GRID 208.80 -0.95
DRREDDY 4,414.00 -0.13
এখানে নিফটি ৫০ স্টকের উল্লেখ করা হয়েছে