আজ মুক্তি পেল 'বাহুবলী' অভিনেতা প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'-এর নতুন ট্রেলার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রভাস, বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে এদিন জুহুর পিভিআরে ট্রেলার লঞ্চ উপলক্ষে হাজির থাকেন প্রভাস-পূজা ও 'রাধে শ্যাম' টিম 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পরিচালক রাধা কৃষ্ণ কুমারের বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাবে আগামী ১১ মার্চ হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পাবে 'রাধে শ্যাম' মুক্তির আগে থেকেই সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখার বুথ বসিয়েছেন নির্মাতারা উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিলেন 'রাধে শ্যাম' নির্মাতারা দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে সাধুবাদ বিভিন্ন মহলের এই ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে দেখা যেতে চলেছে প্রভাসকে