গরমে পাহাড়ে ছুটছেন বাঙালি, কিন্তু এগুলি সঙ্গে রাখেন তো!
সানস্ক্রিন নিন অবশ্যই, ঘন ঘন মেখে নিন
কিছু জরুরি জিনিস ব্যাগে রাখুন অবশ্যই
পেট ভর্তি রাখুতে সঙ্গে থাক শুকনো খাবার
এককাপড়ে যাবেন না, ব্যাগে থাকুক বাড়তি জামা-কাপড়
অসুস্থতা এড়াতে ভিটামিন C, অবশ্যই সঙ্গে রাখুন
মশা, মাছি, ছারপোকা, কীটনাশক স্প্রে রাখুন
স্যানিটাইজার এবং বেবি ওয়াইপস, পরিচ্ছন্নতার জন্য রাখুন
জলপানে বিরতি নয়, সারাক্ষণ জলের বোতল থাক সঙ্গে
হাওয়া বদলে অসুস্থ হতেই পারেন, জরুরি ওষুধপত্র সঙ্গে নিন
গিয়েই টোটো করে ঘুরবেন না, আগে জিরিয়ে নেওয়া জরুরি