Image Source: pixabay.com

মুচমুচে আলুর চিপস পছন্দ ছোট থেকে বড় সকলের, এই একটা খাবার যেকোনও সময় মানুষ খেতে পছন্দ করে

Image Source: pixabay.com

বাজার থেকে কিনে আনা আলুর চিপসে অত্যধিক মশলা থাকে, যা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়

Image Source: pixabay.com

স্বাস্থ্যকর উপায়েও আলুর চিপস তৈরি করা সম্ভব, আর তা নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন

Image Source: pixabay.com

লাগবে- ১টি আলু, এক চামচ অলিভ অয়েল, অর্ধেক চামচ চিলি ফ্লেকস, ২ চামচ কর্ন স্টার্চ, নুন এবং গোলমরিচ

Image Source: pixabay.com

প্রথমেই আলু খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে, আলুর টুকরোগুলি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিন

Image Source: pixabay.com

জল ঝরে গেলে টুকরোগুলিকে অন্য একটি পাত্রে রাখুন, তাতে অলিভ অয়েল, চিলি ফ্লেকস, কর্ন স্টার্চ, গোলমরিচগুঁড়ো আর এক চিমটে নুন দিয়ে দিন

Image Source: pixabay.com

আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে দিন, তারপর সেগুলিকে একটি বেকিং শিটে রাখুন

Image Source: pixabay.com

৪০০ ডিগ্রি ফারেনহাইটে ২০ থেকে ২৫ মিনিট ধরে আলুর টুকরোগুলি বেক করুন বেক করতে না চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন

Image Source: pixabay.com

২০ থেকে ২৫ মিনিট পর বের করে নিন, আপনার স্বাস্থ্যকর আলুর চিপস তৈরি

Image Source: pixabay.com

আজকাল ওজন বেড়ে যাওয়ার ভয়ে বহু মানুষ পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চিপস খাওয়া বন্ধ করে দিয়েছেন