শিবরাত্রির দিনে কান ঘেঁষে রোহিনী ও রাজেনের তৈরি করা মৃত্যুফাঁদ থেকে রক্ষা পাওয়ার পর রামকে বাড়ি ফিরিয়ে আনে কৃষ্ণা।
ABP Ananda

শিবরাত্রির দিনে কান ঘেঁষে রোহিনী ও রাজেনের তৈরি করা মৃত্যুফাঁদ থেকে রক্ষা পাওয়ার পর রামকে বাড়ি ফিরিয়ে আনে কৃষ্ণা।



ধীরে ধীরে রামের জ্ঞান ফিরতে থাকলে সে আবিষ্কার করে কৃষ্ণার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে রাম।
ABP Ananda

ধীরে ধীরে রামের জ্ঞান ফিরতে থাকলে সে আবিষ্কার করে কৃষ্ণার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে রাম।



এরপরে রাম জানতে পারে রোহিনীর সমস্ত কুকীর্তির কথা।
ABP Ananda

এরপরে রাম জানতে পারে রোহিনীর সমস্ত কুকীর্তির কথা।



কৃষ্ণার দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে কীভাবে তার ওপর নির্যাতন চালিয়ে যায় সেই কথাও জানতে পারে সে।
ABP Ananda

কৃষ্ণার দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে কীভাবে তার ওপর নির্যাতন চালিয়ে যায় সেই কথাও জানতে পারে সে।



ABP Ananda

রাম হতভম্ব হয়ে যায়। রোহিনীর, যাকে এবার অন্তত সে বিশ্বাস করেছিল, তার এই প্রতারণায় আহত হয় রাম।



ABP Ananda

রোহিনীর প্ল্যান সকলের সামনে ফাঁস করার পরিকল্পনা করে একটি প্ল্যান ফাঁদে রাম ও কৃষ্ণা।



ABP Ananda

তারা রোহিনীর প্ল্যান অনুযায়ী আসন্ন বিবাহবিচ্ছেদের পরিকল্পনা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।



ABP Ananda

তবে অবশ্যই তাতে থাকবে একটা ট্যুইস্ট। এবার কী হবে?



ABP Ananda

এবার কি বিপদে পড়তে চলেছে রোহিনী? রাম ও কৃষ্ণা একসঙ্গে তার পর্দাফাঁস করবে?



ABP Ananda

এরপর কী হয় দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে, প্রত্যেকদিন সন্ধ্যা ৮টায়, কালার্স বাংলায়।