জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য় চাঞ্চল্যকর মোড়। আঁখি ও বিক্রমের আংটি বদল অনুষ্ঠানে, হঠাৎ হুড়োহুড়ি শুরু হয় যখন কাছেই থাকা দেবজ্যোতির গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় ঘৃতাহুতি করতে এই বোমা বিস্ফোরণের একটি রেকর্ডিং রোহিনী শোনায় দৃষ্টিশক্তি হারানো কৃষ্ণাকে। বোঝায় যে তার পরবর্তী নিশানা হবে রাম। স্বাভাবিকভাবেই যা শঙ্কায় ফেলে দেয় কৃষ্ণাকে। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, রোহিনী এরপর একটি ভুয়ো চুক্তি রাখে কৃষ্ণার সামনে। সে কৃষ্ণাকে প্রস্তাব দেয় যে সে যদি ডিভোর্স পেপারে সই করে দেয় তাহলে নাকি রামের জীবন বেঁচে যাবে। কিন্তু এই সবটাই তার মিথ্যা প্রতিশ্রুতি। এই সমস্ত কিছুর মধ্যেই, ডাক্তার জানায় যে কৃষ্ণার চোখের অপারেশন করতে বিশাল খরচ করতে হবে। কৃষ্ণা নিজের টাকা দিতে চায় ও অর্ঘ্য এক কথায় বাড়ি বিক্রি করতে রাজি হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও রোহিনী জোর করে যাতে এই বিপুল খরচ জোগাড় করে রাম। কৃষ্ণার স্বামী হিসেবে সে নিজেও এই প্রস্তাবে রাজি হয়ে যায় কিন্তু কীভাবে এত টাকা জোগাড় হবে কেউ জানে না। এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার লড়াইয়ের সঙ্গে, কৃষ্ণা কি তার দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং রামের বিরুদ্ধে রোহিনীর অশুভ চক্রান্তের পর্দাফাঁস করতে পারবে?