ঘন, লম্বা আর মজবুত চুল পেতে কে না চায়



এমন অনেক ঘরোয়া উপাদান আমাদের হাতের কাছে থাকে



যার জাদুতেই চুল হয়ে উঠতে পারে রেশমের মতো কোমল, ঘন, লম্বা এবং উজ্জ্বল



নিমের উপকারিতা আমাদের কারও অজানা নয়



চুল এবং ত্বক উভয়ের জন্যই দারুণ উপকারী এই নিম



নিমের তেলে রয়েছে এমন কিছু উপকারী উপাদান, যা চুলকে লম্বা, ঘন এবং মজবুত করতে সাহায্য করে



নিমের তেলের সঙ্গে তুলসী পাতার রস এবং টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করুন



নিমের তেলের সঙ্গে লেবুর রস এবং দই দারুণ উপকারী



কয়েকদিন এই প্যাক ব্যবহার করলেই চুল উজ্জ্বল হয়ে উঠবে



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ