তীব্র গরমে পুড়ছে দেশের বিভিন্ন প্রান্ত। সঙ্গে তাপপ্রবাহ রয়েছে। মধ্য বৈশাখেই প্রখর তেজ রোদের। গরমকালে নানা ধরণের শারীরিক সমস্যায় ভোগেন অনেকেই। এর পাশাপাশি রয়েছে ত্বকের সমস্যাও। এই সময় ঘামাচি, ত্বকে লাল ভাব, চুলকানি, ট্যান পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই গরমকালে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ঘরোয়া পদ্ধতিতেই যা নেওয়া যেতে পারে। বাড়িতেই এমন অনেক জিনিস থাকে, যা ত্বকের জন্য উপকারী। এর মধ্যে অন্যতম টম্যাটো। কীভাবে ব্যবহার করবেন? কাঁচা টম্যাটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে। ত্বকের অবাঞ্ছিত ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করে টম্যাটোর রস। অর্ধেক টম্যাটো নিয়ে মুখে ঘসে লাগিয়ে অন্তত ১৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। টম্যাটো ত্বকের ঊজ্জ্বল করতে ও দাগ দূর করতে টম্যাটোর রস গোলাপ জল, মুলতানি মাটি দিয়ে মাখুন। শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। টম্যাটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করে। টম্যাটো রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ত্বকের পোড়া ভাব দূর হবে। শসার রস ও একটা টম্যাটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন।