প্রাক্তনের সঙ্গে নতুন করে যোগাযোগ হতেই পারে
কিন্তু আবেগ দিয়ে নয়, বিচারবুদ্ধি দিয়ে ভাবতে হবে
ঘন ঘন প্রাক্তনকে মেসেজ এবং ফোন করবেন না
পুরনো সম্পর্ক জোড়া লাগানোর চিন্তা এলে দ্বিতীয় বার ভাবুন
সাধারণ হাই, হ্যালো চলতেই পারে দু'জনের মধ্যে
প্রাক্তনের বর্তমান জীবন নিয়ে তেমন আগ্রহ দেখাবেন না
ঠিক কী চাইছেন তাঁর থেকে, আগে নিজেকে প্রশ্ন করুন
প্রাক্তনের নতুন জীবনে নাক না গলানোই ভাল
পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্ক হোন
ইঙ্গিতপূর্ম কোনও কথা তাঁকে না বলাই ভাল
অতীত থেকে শিক্ষা নিন, এগিয়ে যান ভবিষ্যতের পথে