কূপমণ্ডূক হয়ে থাকেননি অভিনেতা, নাট্যকার, কোনও পরিচয় যথেষ্ট নয়

জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের পরিশাল, নাকি শিলং, ধন্দ কাটেনি

বাবা ছিলেন ইংরেজ সরকারের কর্মী পাশ্চাত্য শিক্ষার পরিবেশ ছিল বাড়িতে

একাধিক বার স্কুল বদল শেক্সপীয়রের নাটক মুখস্ত ছোটবেলাতেই

পিয়ানোর সুর আকর্ষণ করত উৎপলকে হাতের আঙুলের দৈর্ঘ্য কম হওয়ায় স্বপ্নত্যাগ

ছোট থেকেই নাটক, কলেজেই দল মিনার্ভা থিয়েটারেই সংসার পেতে বসেছিলেন

শশী কপূরের ঘরণী জেনিফার ছিলেন প্রেমিকা ‘সপ্তপদী’ ছবিতে ডাবিং করেন দু’জনে, পরে বিয়ে শোভা সেনকে

মহারথীদের কেরিয়ারে অবদান রবি ঘোষ, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন ছাত্র

সত্যজিৎ রায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উৎপল না থাকলে ‘আগন্তুক’ হতই না

কয়লাখনি দুর্ঘটনা থেকে ‘অঙ্গার’ ‘কল্লোল’ নাটকের জন্য জেলে যেতে হয়

নকশাল আন্দোলন নিয়ে ‘তীর’ মুম্বইয়ে আত্মসমর্পণ, পরে জামিন

রবীন্দ্র সদনে ‘টিনের তলোয়ার’ সাড়া ফেলে দিয়েছিল বাংলার বুদ্ধিজীবী মহলে