বাড়িতে টিকটিকি থাকা কি শুভ? বাস্তুবিদরা এক এক তথ্য জানিয়েছে

বাড়িতে টিকটিকি থাকলে কি আদৌ কোনও প্রভাব পড়ে?

যদি টাকা গোনার সময় টিক টিক করে আওয়াজ শুনতে পান তাহলে বুঝতে পারবেন আপনার অর্থ ভাগ্য ফিরে যাবে

ঘরে যদি মরা টিকটিকি থাকে আপনার জন্য একেবারেই সুখ নয়

কোনও পরীক্ষায় যদি সফল হতে চান তাহলে টিকটিকই দেখে বেরতে বারণ করে বাস্তুবিদরা

টিকটিকিকে মেরে ফেলবেন না এটিও কিন্তু খারাপ বাস্তুমতে

টিকটিকিও কিন্তু ঘরের পরিবেশ ভাল রাখে এই তথ্যর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ