চলছে বট সাবিত্রী ব্রত-র শুভক্ষণ।

সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে বট সাবিত্রী ব্রত করেন।

এদিন শ্রীবিষ্ণু, দেবী লক্ষ্মী ও বটবৃক্ষের পুজো করে থাকেন বিবাহতারা।

সকাল বেলায় মহিলারা নতুন কাপড় পরে বটবৃক্ষ পরিক্রমা করে ৷

অমাবস্যা তিথি শুরু হচ্ছে - ২৯ মে, দুপুর ২টো ২৫ মিনিট থেকে। অমাবস্যা তিথি শেষ হবে- ৩০ মে, বিকেল ৩টে ৪৮ মিনিটে।

এ দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নেওয়া হয়।

পাশাপাশি এই দিন শাশুড়িদের ফল, কাপড় ইত্যাদি দান করেন বাড়ির বউরা।

বলা হয় যে, এই দিন ১১টি ভিজে ছোলা খেতে হয়। ছোলা খেয়েই ব্রত শেষ করতে হয়।

কথিত আছে সাবিত্রী তাঁর স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে একটি বটগাছের নীচে বসে তপস্যা করেন।

তাই, বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য বট সাবিত্রী ব্রত পালন করেন।