জলসমেত একটি গ্লাস উপুড় করে দিলে তো গায়ে পড়ারই কথা।



অনেকেই বলবেন, বরফ করে নিলে আর পড়ার চান্স নেই।



কিন্তু সে তো বরফ। জল তো নয়!



জল যাতে না পড়ে, তার জন্য চাই একটা ছোট্ট পিচবোর্ড।



প্রথমে গ্লাসের জল কানায় কানায় ভরে নিন।



এবার সেই পিচবোর্ড দিয়ে গ্লাসটি ঢেকে ফেলুন। এমন করে ঢাকতে হবে যাতে হাওয়া না থাকে।



গ্লাসের মুখে বোর্ড চেপে ধরেই গ্লাসটি উল্টো করে দিন।



পিচবোর্ড থেকে হাত সরিয়ে নিলেও দেখা যাবে গ্লাসের জল পড়ছে না।



তবে ভিতরে হাওয়া থাকলে কিন্তু হবে না। তাহলে ওর চাপেই জল পড়তে শুরু করবে।



তাছাড়াও, মাধ্যাকর্ষণ বলের টান রয়েছে। সেই টান হাওয়ার উর্ধচাপের থেকে বেশি হবে।