চুলের যত্ন নিতে অনেকেই নানা জিনিস ব্যবহার করে থাকে। স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য প্রয়োজনীয় উপাদান হতে পারে কারিপাতা।

রান্নায় স্বাদ বাড়ানোই নয়। এছাড়াও কারিপাতার রয়েছে আরও অনেক গুণ।

কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন কারিপাতা?

মেথি এবং আমলার সঙ্গে কারিপাতার ব্যবহার

অর্ধেক কাপ মেথি এবং এক চামচ আমলার সঙ্গে কারিপাতা পেস্ট করতে হবে। ৩০ মিনিট স্ক্যাল্পে মেখে ধুয়ে ফেলতে হবে।

কারিপাতা এবং দই

কারিপাতার পেস্ট তৈরি করে তাতে দই মেশাতে হবে। ৩০ মিনিট স্ক্যাল্পে মেখে ধুয়ে ফেলতে হবে।

কারিপাতা এবং পেঁয়াজ

কারিপাতা বেটে তার সঙ্গে পেঁয়াজের রস মেশাতে হবে। ওই চুলের গোড়ায় মেখে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করতে ফেলতে হবে।