অংশীদারি ব্যবসায় লাভ। কর্মক্ষেত্রে ভাল ফলের সম্ভাবনা। ব্য়ক্তিগত সম্পর্কে উন্নতি। এই সপ্তাহে শত্রুদের সঙ্গে সরাসরি লড়াই নয়। আপাতত নতুন ব্যবসা শুরু নয়। সৃজনশীলতায় উন্নতি। একাধিক উৎস থেকে আয়। হতে পারে পদোন্নতি। পছন্দের পেশায় উন্নতির সুযোগ, পদোন্নতির সম্ভাবনা। নতুন কাজের দায়িত্ব। দুরন্ত কমিউনিকেশন স্কিলে লাভ। আর্থিক উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য রাখতে হবে। কর্মক্ষেত্রে ভাল সময়। মিডিয়া বা বিনোদন জগতের সঙ্গে যুক্তদের ভাল সময়। কাজের জন্য বিদেশযাত্রার সুযোগ। বেহিসেবি খরচে লাগাম প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী কাজে সাফল্য। আমদানি-রফতানি ব্যবসায় বড়সড় লাভ। বেশ কিছু চ্যালেঞ্জের সম্ভাবনা। সঙ্গীর সঙ্গে ঝগড়া নয়। আর্থিক লেনদেনে সতর্কতা। কর্মক্ষেত্রে ভাল ফল। প্রভাবশালী কারও সঙ্গে যোগাযোগ। ট্রান্সফারের সম্ভাবনা। কাজের জায়গায় সম্মান, ব্যবসায় আরও উন্নতি। আটকে থাকা পাওনা হাতে আসবে। মাথা ঠান্ডা রাখুন।