হিমোফিলিয়ার নিরাময় নেই, অভাব রয়েছে সচেতনতারও

এটি একটি ব্লিডিং ডিজঅর্ডার, কেটে-ছিঁড়ে গেলে রক্তক্ষরণ বন্ধ হয় না

হিমোফিলিয়া জিনগত রোগ, প্রোটিনের অভাবে রক্ত জমাট বাঁধে না

মায়ের থাকলে সন্তানেরও, ছেলে-মেয়ে দু’জনেরই হতে পারে

বাইরে থেকে বোঝা যায় না, নজর রাখতে হবে উপসর্গে

রক্তপাত বন্ধ না হলে, গাঁটে ব্যথা, কালশিটে এবং ফোলা ভাব না কমলে

চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই, চিকিৎসা চালিয়ে যেতে হয়

শরীর সচল রাখা জরুরি, সাঁতারে পেশি মজবুত হয়

নিয়ম করে যোগাসন, বলাসন, সুখাসন, বজ্রাসন, তদাসন

দৌড়ঝাঁপ না করাই ভাল, ভারী জিনিস তুলবেন না

রক্ত তরল করে দেয়, এমন ওষুধ এড়িয়ে চলুন