ঘূর্ণিঝড় মিধিলির অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর-পূর্ব ভারতে প্রভাব বিস্তার করতে পারে।

দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় কেটে যেতেই আকাশ পরিষ্কার। রাতের তাপমাত্রা কমবে। শীতের আমেজ ফিরল। তবে পাকাপাকিভাবে শীত আপাতত আসছে না।

জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমীর দিন চার থেকে পাঁচ জেলায় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।

তবে আবার সোম মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত।

সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।