কেবল খাবারের স্বাদ নয়,
ধনেপাতার ঘ্রাণে মন-মেজাজ হয়ে ওঠে ফুরফুরে


রক্তে জমে থাকা দূষিত পদার্থ দূর করতে পারে ধনেপাতা রক্ত পরিষ্কার হলে এর প্রভাব পড়ে ত্বকে

শীতকালে ভাল-মন্দ খাবারের পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন ধনেপাতা এটি ওজন নিয়ন্ত্রণে রাখবে

ঠান্ডার সময়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে ধনেপাতা

গ্যাস, অম্বল, পেটফাঁপার যদি নিত্য সঙ্গী হয় তবে ভাতের সঙ্গে ধনেপাতার চাটনি খেতে পারেন

বিভিন্ন গবেষণা অনুযায়ী, রক্তে শর্করা বশে রাখে ধনেপাতা যাদের ডায়াবেটিস আছে তারা নিশ্চিতে ধনেপাতা খেতে পারেন

ধনেপাতা খেলে রক্তে খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে থাকে উপকারি হলেও ধনেপাতা খেতে হবে পরিমিত পরিমাণে