Image Source: Pexels, Pixabay

ডায়েটে সামান্য হেরফেরেই ফিরে আসে সুস্বাস্থ্য

Image Source: Pexels, Pixabay

দিনের শুরুতেই পাতে রাখা উচিত পুষ্টিকর খাদ্য

Image Source: Pexels, Pixabay

কী কী খাওয়া উচিত? কীভাবে খাওয়া যাবে?

Image Source: Pexels, Pixabay

রাতভর আমন্ড ভিজিয়ে রেখে পরদিন সকালে উঠে খালিপেটে খাওয়া যায়

Image Source: Pexels, Pixabay

অনেক মহিলাই ঋতুচক্রকালীন সমস্যার জন্য ভোগেন। তাঁরা উপকার পেতে পারেন কিসমিস খেলে

Image Source: Pexels, Pixabay

চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে কাজে লাগবে কালো কিসমিস

Image Source: Pexels, Pixabay

মস্তিষ্কের সচলতা, বিকাশ এবং মনসংযোগের জন্য আখরোট প্রয়োজন

Image Source: Pexels, Pixabay

দুই চামচ মুগ জলে ভিজিয়ে রাখা যায়। পরদিন সকালে উঠে খেয়ে নেওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

সবকটির ক্ষেত্রেই ভেজানোর আগে ভাল করে ধুয়ে নিতে হবে। পানীয় জলে ভেজানোই ভাল

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ/চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।