ত্বকে যে বোটক্স করা হয় অর্থাৎ স্কিন বোটক্স- এই বিউটি টার্মের সঙ্গে অনেকেই পরিচিত। আজকাল হেয়ার বোটক্সও করান অনেকে।

চুলের ময়শ্চারাইজড ভাব অর্থাৎ আর্দ্রতা কমে গেলে জেল্লা কমে যায় চুলের। তখন প্রয়োজন হয় হেয়ার বোটক্সের।

চুল ময়শ্চারাইজার বা আর্দ্র ভাব হারিয়ে ফেলে ত্বকের মতোই ডিহাইড্রেটেড হয়ে যায়। তখন প্রয়োজন হেয়ার বোটক্সের।

চুলে ময়শ্চার রিটেন এবং লক করতে সাহায্য করে হেয়ার বোটক্স পদ্ধতি।

চুলের একদম গভীর স্তরে গিয়ে কন্ডিশনিং করা সম্ভব হয় এই হেয়ার বোটক্স প্রক্রিয়ার মাধ্যমে।

হেয়ার কিউটিকলের গভীর স্তরে গিয়ে কন্ডিশনিং করে হেয়ার ময়শ্চারাইজার ফিরিয়ে দেওয়া এবং তা ধরে রাখতে সাহায্য করে হেয়ার বোটক্স।

আমরা অনেকেই কেরাটিন ট্রিটমেন্ট করাই চুলে। হেয়ার বোটক্স কেরাটিন ট্রিটমেন্টেরই একটি আপডেটেড এবং আপগ্রেড ভার্সান।

হেয়ার বোটক্স ট্রিটমেন্টের সক্রিয় উপকরণ ক্যাভিয়ার অয়েল, ভিটামিন বি৩, ভিটামিন ই এবং কোলাজেন।

হেয়ার বোটক্সের মাধ্যমে চুলে একটা স্ট্রেট স্মুদ লুক এলেও এটি কিন্তু স্ট্রেটনিং নয়।

চুলের ইলাস্টিসিটি ধরে রাখার জন্য একদম অভ্যন্তরে পুষ্টি পৌঁছনো প্রয়োজন। সেক্ষেত্রে সাহায্য করে হেয়ার বোটক্স ট্রিটমেন্ট।