দূষিত পরিবেশে থাকলে কাশি শুরু হয় আমাদের

এর নেপথ্যে রয়েছে বিজ্ঞানসম্মত কার্যকারণ

দূষণের মধ্যে বেরোলে গলায় দূষিত উপাদান বা ক্ষতিকর গ্যাস ঢোকে

জীবাণু, ধুলো, কফ গলায় অস্বস্তি তৈরি করে

রীর যখন তার প্রতিক্রিয়া জানায়, তাতেই কাশি হয় আমাদের

চোখের পাতা ফেলা, হাঁচির মতো কাশিও আমাদের শরীরকে রক্ষা করে

অবাঞ্চিত ধূলিকণা প্রবেশ করলে, তড়িঘড়ি প্রতিক্রিয়া জানায় শরীর

গলা খুশখুশ করতে শুরু করে, মস্তিষ্কে সিগনাল পৌঁছে যায় নিমেষে

মস্তিষ্ক থেকে বুকের পেশি এবং তলপেটে বায়ু নির্গমনের বার্তা এসে পৌঁছয়

তবে অনেক ক্ষণ ধরে কাশি হলে অবশ্যই চিকিৎসককে দেখান