চলতি বছরের জুনেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি। ২৬ মে থেকে দেশ Kia EV6 এর প্রি-বুকিং শুরু হয়েছে।
ভারতে এই গাড়ি তৈরি না হওয়ায় আমদানি করা হবে Kia EV6। যার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে বিদেশে বিক্রি হওয়া EV6-এর মতোই হবে।
Kia EV6 পুরো চার্জে 500 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে।
লঞ্চের পর, এটি Mini Cooper SE, Volvo XC40 Recharge -এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
এদিকে চলতি বছরেই ভারতে একাধিক বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা করছে হুন্ডাই। এই বৈদ্যুতিক গাড়ির তালিকায় প্রথমে নাম রয়েছে Hyundai Ioniq 5-এর।
একটি প্রিমিয়াম এসইউভি হিসাবে ভারতের বাজারে লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই অল ইলেকট্রিক কার।