চলতি বছরের জুনেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি। ২৬ মে থেকে দেশ Kia EV6 এর প্রি-বুকিং শুরু হয়েছে।

ভারতে এই গাড়ি তৈরি না হওয়ায় আমদানি করা হবে Kia EV6। যার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে বিদেশে বিক্রি হওয়া EV6-এর মতোই হবে।

সম্প্রতি Kia EV6-এর টপ-ভ্যারিযেন্ট জিটি সংস্করণ হায়দরাবাদে পরীক্ষার সময় দেখা গিয়েছে।

এতে পাবেন 58 kWh ও 77.4 kWh শক্তিশালী ব্যাটারি। তবে ভারতের বাজারে এর কোন সংস্করণ বিক্রির জন্য লঞ্চ করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

Kia EV6 পুরো চার্জে 500 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দিতে পারে।

লঞ্চের পর, এটি Mini Cooper SE, Volvo XC40 Recharge -এর সঙ্গে প্রতিযোগিতা করবে।

এদিকে চলতি বছরেই ভারতে একাধিক বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা করছে হুন্ডাই। এই বৈদ্যুতিক গাড়ির তালিকায় প্রথমে নাম রয়েছে Hyundai Ioniq 5-এর।

একটি প্রিমিয়াম এসইউভি হিসাবে ভারতের বাজারে লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি। এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই অল ইলেকট্রিক কার।

Ioniq 5 হুন্ডাইয়ের বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ই-জিএমপি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ফ্লাশ ডোর হ্যান্ডেল ও বিশাল 20 ইঞ্চি চাকাও রয়েছে হুন্ডাই আয়োনিকে। তবে কিয়ার গাড়ির লুক নজর কাড়ছে সবার।