প্রায় ১০ বছর কেটে গিয়েছে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ধোনির ভারত সেই শেষ, তারপর থেকে আর আইসিসি-র কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত সেই খরা কি কাটাতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া? ছবিটা পরিষ্কার হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে ওভালে ৭-১১ জুন আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে নামছে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ? শক্তিশালী অস্ট্রেলিয়া বারবার আইসিসি ইভেন্ট থেকে খালি হাতে ফেরা কি দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে? ভারতের কোচ রাহুল দ্রাবিড় উড়িয়ে দিয়েছেন দ্রাবিড় জানিয়েছেন, ফল যাই হোক না কেন, ২ বছর ধারাবাহিক ক্রিকেট খেলেছে দল তবে নিজেদের সেরা ক্রিকেট খেললে জিতবে ভারতই, জানিয়েছেন দ্রাবিড় বিশেষজ্ঞরা অবশ্য অস্ট্রেলিয়াকে ফেভারিট ধরছেন আগামী এক সপ্তাহে নির্ধারিত হয়ে যাবে শেষ হাসি কার (ছবি - বিসিসিআই)