জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। গান-সিনেমা-রান্না থেকে শুরু করে নানা ভিডিও দেখার সহজ গন্তব্য

ইদানিং ইউটিউব ব্লগিং রোজগারের অন্যতম উপায়। বহু ইনফ্লুয়েন্সার এখানে ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে রোজগার করেন।

ভারতে জানুয়ারি থেকে মার্চের মধ্যের প্রায় ২০ লক্ষের কাছাকাছি ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরিয়েছে ইউটিউব।

সারা বিশ্বে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া ভিডিওর সংখ্যা প্রায় সাড়ে ছয় লক্ষ মিলিয়ন। নিয়ম না মানার কারণেই এমনটা করা হয়েছে।

Spam Violation-এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বহু চ্য়ানেলও। এই সংখ্যাটা ৮.৭ মিলিয়নেরও বেশি

শুধু চ্যানেল বা ভিডিও নয়। ইউটিউবের গাইডলাইন না মানার কারণে সরিয়ে দেওয়া হয়েছে বহু দর্শকের কমেন্ট। তার সংখ্যা ৮৫৩ মিলিয়ন।

কোন ভিডিও নিয়ম ভাঙছে তার জন্য অত্যাধুনিক যন্ত্রনির্ভর নজরদারি চলে। যত ভিডিও সরানো হয়েছে তার ৯৩ শতাংশ সরিয়েছে মেশিন

মেশিন যত ভিডিও সরিয়েছে, তার ৩৮ শতাংশ একটিও View হওয়ার আগেই সরিয়ে দেওয়া হয়েছে। ৩১ শতাংশ সরেছে দশটি View হওয়ারও আগে

২০১৯ সাল থেকে policy violation হলে ওয়ান-টাইম ওয়ার্নিং চালু করেছে YouTube

যাঁদের এই বার্তা দেওয়া হবে, সেই ক্রিয়েটরদের জন্য ট্রেনিং কোর্সও চালু করেছে ইউটিউব।

Thanks for Reading. UP NEXT

কেন গরম হয়ে যায় কম্পিউটার-ল্যাপটপ, কী করবেন?

View next story