এক্সপ্লোর
Live: কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা এবং ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দিক পাকিস্তান, রায় আন্তর্জাতিক আদালতের

Background
দ্য হেগ: কুলভূষণ যাদব মামলায় ভারতের বড় কূটনৈতিক সাফল্য। আন্তর্জাতিক আদালত আজ ভারতের পক্ষে রায় দিল। আদালত জানিয়ে দিয়েছে, কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। নতুন করে এই মামলার বিচার করতে হবে। কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দিতে হবে। আন্তর্জাতিক আদালতের এই রায়ে মুখ পুড়ল পাকিস্তানের।
21:33 PM (IST) • 17 Jul 2019
কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল এনসিপি।
21:17 PM (IST) • 17 Jul 2019
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement























