সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্তে অটল রাহুল, নিরস্ত করতে বাসভবনের বাইরে অনশন কংগ্রেসিদের, বোঝাতে প্রতিনিধিদল নিয়ে যাবেন শীলা

গতকালই শীলা বিবৃতি দিয়ে বলেন, অতীতেও নানা সময়ে বিপর্যয়ে পড়েছে দল, কিন্তু পাল্টা ঘুরে দাঁড়িয়ে জয়ের পথে ফিরেছে। ইন্দিরা গাঁধীর গতিশীল নেতৃত্বে কংগ্রেস ১৯৭৭এর লোকসভা ভোটে বিপর্যয় পিছনে ফেলে আড়াই বছর বাদে ক্ষমতা ফিরে পেয়েছিল, তারপর বেশ কয়েকটা বছর ক্ষমতায় বহাল ছিল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 May 2019 06:59 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: রাহুল গাঁধী অনড়, কংগ্রেস সভাপতি পদ ছাড়বেনই। পাল্টা দলীয় কর্মীদের একাংশ তাঁকে নিরস্ত করতে আসরে নেমেছেন। তাঁরা তাঁকে সিদ্ধান্ত বদলে রাজি করাতে তাঁর নয়াদিল্লির বাসভবনের বাইরে অনশনে বসেন। রাহুলের...More